অসুখ | শুভজিৎ | Asukh | SUBHOJIT

অসুখ | Asukh | শুভজিৎ | SUBHOJIT

মন খারাপের অসুখ,
প্রশ্ন চিহ্নের আগে বসে সুখ,
বাস্তবের বাজারে নিয়তির কারবার।
একজোড়া চোখ চশমার এপারে,
জেগে থাকে অস্থিরতার আদরে,
নিদ্রাহীন রাতে কমদামি স্বপ্নের আসর।
একমাত্র এক চিলতে অবলম্বন,
প্রদীপ নিভতে হয়তো আর কিছুক্ষন,
ধরণী জুড়ে জ্যোৎস্নার জোয়ার।
আমাদের বার্তালাপ টা ঘরের ভিতরে,
রেখে এসেছিলাম দরজা বন্ধ করে,
ভাগফলের ভুলটা তাই একান্ত আমার।

© শুভজিৎ 
০১.০২.২০২৩ 

#অসুখ #Asukh #subhojit #isubhojitpal

Comments

Post a Comment