বসন্ত ১৪২৩ | শুভজিৎ | Bosonto 1423 | SUBHOJIT

বসন্ত ১৪২৩ | শুভজিৎ | Bosonto 1423 | SUBHOJIT

নানান রঙে ঢেকে রয়েছে জীবনপথ।
মুহূর্তকালের রঙিন বাহার,
ভুলে গিয়েছি আমার সমস্ত শপথ।
দিশাহারা কিছুটা হলদে আবির,
ওষ্ঠ চিহ্ন এঁকে দিয়ে যায়,
বিবর্ণ মুখের কিছুটা জায়গায়।
বসন্তের হঠাৎ এই কোমল চুম্বনে
আমি মুখ তুলে তাকাই,
অপ্রত্যাশিত রঙের আগমনে
বসন্তের কোলেই মাথা লুকাই।
মাথায় নরম হাত বুলিয়ে
সে আমার মুখ টি তুলে ধরে,
উজ্জ্বল আভায় পরিপূর্ণ, নেই আর বিবর্ণতা।
নতুনের আশায়, শুকনো পাতা ঝরে পড়ে…

© শুভজিৎ
০১.০৩.২০২৩

Comments